তোমার দুটি চোখ , কামিনী-মুখ ,
শেফালি-দৃষ্টি আর মল্লিকার মতো
দোলাময় চলা দেখে আমি হলাম মুগ্ধ
আগ বাড়িয়ে বলতে গেলাম
আমি তোমায় ভালবাসি
------- এটি ছিল আমার প্রথম ভুল ।

বেশ কিছুদিন পরে একদিন প্রভাতে
আমার আঙিনায় পড়লে ঝরে
সুবাসেও হইনি আকৃষ্ট
আমি তোমাকে কুড়িয়ে নিইনি আমার কোলে
-------- এটি ছিল আমার দ্বিতীয় ভুল ।