দূষিত জল , দূষিত পরিবেশ আর দূষিত প্রেম
হানিকর পক্ষে  স্বাস্থের
হৃদয়হীন ভালোবাসা শুষ্ক ফুলের মতো বিবর্ণ
সে-ভালোভাসায় নেই জ্যোৎস্নার আলো
ম্লান বিকেলের মরা আলো
মেঘে মেঘে নেই ঘর্ষণ , বিদ্যুতের ঝলকানি
নদী কখনো মেলে না মোহনার সাগরসঙ্গমে
প্রচণ্ড প্রপাতের আছড়ে পড়া নেই পাহাড়ে
নিস্তরঙ্গ সাগরে নেই কোলাহল
নিশুতি রাতের নিস্তব্ধতা
আর পেঁচকের ঘূৎকার ।