আমার আর আগের মতো শক্তি নেই
হাঁটুর জোর কমে গেছে
লোকবল অনেক কমে গেছে
এখন আর যা খুশি করতে পারি না
রে রে করে শত্রুপক্ষ এগিয়ে আসে ।
তাই আমি আমার বক্তব্যের পর সভাকক্ষ থেকে বেরিয়ে পড়ি  ;
বিরোধীদের জ্বালাময়ী কথা শুনিনা
তাদের কথার বাণে বিদ্ধ হতে চাইনা
অথচ কিছুদিন আগেও যখন বলতাম
তখন হাততালি আর হাততালি ।
খুব দুশ্চিন্তায় আছি , ভাবতেও পারিনি
জনশক্তি এমন প্রান্তিকে আসবে ;
এরই মধ্যে অবশ্য অনেক কিছু করেছি
পাগলা রাজা মুহাম্মদ বিন তুঘলক ছাড়া কেউ করেনি  ;
তবে এমন কিছু করেছি
যা ইতিহাসের পাতায় লেখা থাকবে
বেয়ার গ্রিলসের সঙ্গে গভীর জঙ্গলে গিয়েছি
নভশ্চরের  পোশাক পরেছি
যখন খুশি নোট অচল করেছি
নতুন নোট ছাপিয়েও আবার বাতিল করেছি
সবার উপরে ক্ষমতায় থেকে আমি যতবার
বিভিন্ন দেশে গিয়েছি  তা সর্বকালীন রেকর্ড
দিনে পাঁচবার পোশাক পরিবর্তন
এটাও বিশ্বরেকর্ড ; কথায় কথায় কেঁদে
জনগণের মন ছুঁয়েছি
আজ এসব যেন ইতিহাস ।