(পবিত্র কুরআনের সুরা ত্বিন অবলম্বনে রচিত)
( শুরু আল্লাহর নামে যিনি রহমান এবং পরম মেহেরবান )
শপফ সুস্বাদু ডুমুরের আর অলিভের
আর সিনাই পর্বতের
আর কসম এই নিরাপদ নগরীর
আমিই সৃষ্টি করেছি মানুষকে সর্বোত্তম রূপে
আবার তাকেই নিয়ে যাই হীনদের হীনতম রূপে
তবে সৎকর্মকারীদের জন্য আছে পুরস্কার অনন্ত
কেন তোমাদের নেই কর্মফলে অবিশ্বাসের অন্ত
সংশয় কর কেন আল্লাহ নন সর্বোত্তম বিচারক ?
(প্রেক্ষিত -- ত্বিন যার অর্থ ডুমুর বা আঞ্জির । এই সুরার মাধ্যমে আল্লাহ মানুষের সৎকর্ম করা এবং তার পুরস্কারের কথা বলেছেন । আর যারা অবিশ্বাসী তাদের জন্য শাস্তির ভয় দেখিয়েছে )