দুঃখ মানেই মেঘ
ভাবলে বাড়ে বেগ
সুখের পরে আসে
ক্ষণস্থায়ী ভাসে
দুঃখ চলে যাবে
সুখকে ফিরে পাবে ।
দুঃখ সুখের মন্ত্র
আসল জীবন তন্ত্র
হতাশায় না ভুগে
দাঁড়াও তুমি রুখে  ।
বল ছুঃ মন্তর ছুঃ
দুঃখে দিও ফু
কালবোশেখীর বেগে
দুঃখ যাবে ভেগে ।