অমিত তেজে ছুটে চলে
দুটি ঘোড়ার রথ
ঘন আঁধার ধুলোয় ঢাকে
চারপাশের পথ ।
লোকজনে  সব চক্ষু বোজে
খকখকিয়ে কাশে
রথের চালক পিছন ফিরে
মুখটি টিপে হাসে ।
এমন সময় হঠাৎ আসে
সামনে বুনো হাতি
লাগাম ছিঁড়ে দুটি ঘোড়া
পালায় আতিপাতি ।