সোজা কথা বললে দেখি
তোমার কেন গায়ে লাগে
আগ বাড়িয়ে গলা ফাটাও
তুমি কেন সবার আগে ।
মিত্র সেজে শত্রুর সাথে
তোমার আছে গলাগলি
এদিক ওদিক বজায় রাখো
উভয় পক্ষে ঢলাঢলি ।
মুখোশ পরা এমন লোকে
সমাজ মাঝে অনেক আছে
মূর্খ হয়ে জ্ঞানীর মতো
তারা আসে লোকের কাছে ।
বিপজ্জনক এই সমাজে
এদের থেকে সাবধানী হও
তোমার চলার পথটি সোজা
কপট কিংবা ভণ্ড নও ।