দোয়েল কোয়েল যমজ ছিল
পড়তো আমার সাথে
বদ্ধ জীবন ওদের ভীষণ
দেয়না তাদের বেড়াতে ।
দামি দামি ব্যাগের ভিতর
খাতা কলম বই
আমার হাতে বইয়ের বোঝা
ব্যাগটা পাবো কই ?
ওদের মুখে গল্প শুনি
কত কিছু রোজ
আমাদের তো দুটি বেলা
জোটে না ঠিক ভোজ ।
ওরা যেত স্কুলে চড়ে
দামি দামি গাড়ি
মাথা গোঁজার ভালোমতো
পাইনি একটা বাড়ি ।
তবু আমি সুখে ছিলাম
কষ্ট করে হলেও
সাঁতার দিতাম নদী পুকুর
সাহস করে পুকুর ঘাটে
নামবে ওরা ভুলেও !
সোনার চামচ জন্মে মুখে
পায়নি ওরা সুখ
আমি এখন মহা সুখে
ভুলেছি সেই দুখ ।
লেখাপড়া শিখে আমি
চাকরি পেয়ে যাই
নিজের আয়ে ইচ্ছামতো
যেটা খুশি খাই ।