বেঁচে আছি দৈন্যে এবং উপবাসে
জন্ম যে অনটনে পোড়া এই দেশে
এখানে বেঁচে থাকার আশা ক্ষীণ
চাকুরি ছাঁটাই দিনে দিনে কর্মহীন
দ্রব্যমূল্য ক্রমশঃ এখন উদ্ধর্গতি
বিশ্বভ্রমণ , আত্মরক্ষায় তাঁর মতি
আম জনতার ভোগান্তির একশেষ
ক্ষুধা ভীতি সন্ত্রাসে ক্রমে নিঃশেষ।