গাঁয়ের ছেলে মেহের আলি
প্রথম গেছে শহরে
চক্ষু দুটি ছানাবড়া
উঁচু বাড়ির বহরে ।
ঘুরছে যত ভাবছে তত
যতই করে হণ্টন
ছুঁচোয় পেটে মারছে থাবা
উদর করে ঠণ্ঠণ ।
দিনের শেষে হোটেল পেয়ে
ঢুকলো সেথায় খেতে
মেন্যু কার্ডে দামের লিস্টি
দেখছে চক্ষু পেতে ।
আকাশছোঁয়া দামী খাবার
ডালভাত ছিল সস্তা
আলুভর্তা পাবো সাথে
ঢ্যাঁড়শ দিল পাতে ।
যেই না দিল ঢ্যাঁড়শ , বললো
ধ্যেত্তেরি ছাই ভেণ্ডি
জলদি হটাও খাইনে এটা
তোমার গুষ্ঠির পিন্ডি ।