ইদানীং কয়েকটা ক্ষ্যাপা ডালকুত্তা আমার জীবন
করেছে অতিষ্ঠ ; ঘুরঘুর করে আমার চারিদিকে
শোঁকে আমার গা সারাক্ষণ ; আশ্রয়ের জন্য
উর্দ্ধশ্বাসে ছুটি , তবুও নেই রেহাই পাগলা কুত্তা থেকে ;
অথচ চেয়েছিলাম প্রজাপতি বসবে
আমার কাছে ; কলকাতা , উলুবেড়িয়া , সিলেট
আমার জীবন করে অতিষ্ঠ । আমার সারাদেহে
ঘুণপোকা । মদ্যপ তেমন শূন্য গেলাসের দিকে
ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে আমি তেমনি দেখি
নিজেকে আয়নায় , জুঁই হাসনাহেনার সুবাস
করেছিলাম আশা বদলে পেলাম নর্দমার পচা গন্ধ।
আমার সমস্ত ভাবনা মাকড়শার জালে আটকানো
পরিত্রাণের পথ খুঁজে দিশেহারা । নিঙড়ানো তনু
এখন ছিবড়ানো ; পরিণাম কী জানি না ।