পাশাপাশি থাকলে টুকটাক খিটিমিটি লেগে থাকে
শাশুড়ি-বৌমা , ননদ-বৌদি সম্পর্ক
আবার হতে পারে ভাব ভালোবাসা চাটাচাটি ,
কখন কার সঙ্গে কিছুই যায়না বলা
নেই সেথা অর্গল , চীনের প্রাচীর
মানুষ ও দেশ তো আলাদা কিছু নয়
মানুষ নিয়েই তো দেশ ।
কেউ হয় উদার , কেউ বা সংকীর্ণতায় ভরা
ইউরোপের দেশে সীমানা আছে
নেই কোন বাধানিষেধ , যথা খুশি যাক
এশিয়ার দেশ আদায়-কাঁচকলায়
হাজার রকমের বাধা এসে পথ করে রুদ্ধ ।
কিরগিজস্তান-তাজিকিস্তান , আর্মেনিয়া-আজারবাইজান , ভারত-পাকিস্তান
বাংলাদেশ-মায়ানমার , ভারত-চীন
সমস্যা যে নেই তা নয় ,
রোহিঙ্গা , সিয়াচেন , আরারাত , ভূমি দখল ।
যখন কিরগিজস্তান থেকে তাজিকিস্তান চাই যেতে
সীমান্তে দুর্ভেদ্য বাধা পর্বত-প্রমাণ
না থাকলেও ইচ্ছা উজবেকিস্তান হয়ে হয় আসতে ;
আসলে ধর্ম , জাতপাত হোক এক বা ভিন্ন
আপন স্বার্থে যদি রতিমাত্র আঘাত  ।
( ২০/৬/২৪ ; পেঞ্জিকেন্ট , তাজিকিস্তান )