মাথার উকুনের মতো দেশজুড়ে ভরে গেছে দাদা
ছারপোকার রক্তচোষার মতো
তারা চোষে তোলা , ফুলে ফেঁপে ওঠে
এঁটুলির মতো লেগে আছে বড় নেতাদের গায়ে
যাতে বিপদের আঁচ না লাগে
পুলিশ নামের বেগন স্প্রে বা টিক টুয়েন্টি দিয়েও হয় না কাজ , কাটমানিতে ভরে সিন্দুক
দেশ বাঁচাতে এখন ফিল্ড মার্শাল জেনারেল মানেকশ
এবং টি এন সেসনের সমতুল ইসি প্রয়োজন
তাতে ঠগ বাছতে দেশ উজাড় হয় হোক
নেতা দাদা যাক উচ্ছন্নে , দেশ বাঁচুক আগে ।