ঝলমলে সে-দিন ছিল
রোদ্দুর গনগনে
সুয্যি মামার মনটা ছিল
ভীষণ চনমনে ।
কোত্থেকে যে হঠাৎ এসে
কালো চিলতে মেঘ
ভালো হাওয়া শনশনিয়ে
বাড়ায় গতিবেগ ।
মেঘের মনে দয়ামায়া
লোকের কষ্ট দেখে
ঠিক দুপুরে চশমা দিয়ে
সূর্য চক্ষু ঢেকে ।
দম্ভভরা সূর্য তখন
দেখায় মনমরা
শান্তি এলো লোকের মনে
স্বস্তি পেল ধরা ।