বর্তমানের প্যালেস্টাইন সহ গোটা ইরাক এবং সিরিয়া
দাউদ নবির রাজত্ব ছিল এই বিস্তীর্ণ এলাকা জুড়িয়া ।
রাজত্বের অধিকারী হয়েও তিনি আল্লাহর প্রতি অনুগত
দৈনিক তাঁর উপাসনায় কভু তিনি হননি জানি বিরত ।
সন্তুষ্ট হয়ে আল্লাহ নবিকে দিলেন অলৌকিক ক্ষমতা
পক্ষীকুল ও পর্বতমালা করবে পালন দাউদ নবির কথা।
আল্লাহর অসীম মেহেরবানি নবির হস্তে কঠিন লোহা
মোমের মতো গলিয়ে যেমন খুশি আকৃতি দিতেন তাহা ।
কর্মকার শিল্প কার্যে তাঁহার যাহা কিছু ছিল উপার্জন
তাহা দিয়া নিজের পরিবারের জীবিকা অর্জনে ধন ;
রাষ্ট্রীয় ব্যয়ে যদিও নহে অবৈধ রাজপরিবারের
ব্যয়
তথাপি সংসারের জন্য তিনি অধিক পরিশ্রমের আয় ;
রাজকোষের রাজস্বতে তিনি রাজ্যের কাজ সামলাতেন
দেশের উন্নয়নে ও প্রজাদের কল্যাণে মনোযোগী হতেন।