জীবন কাটতো আমার চলতো বেশ
দোটানায় পড়ে আমার জীবন শেষ ।
পাঠে ছিল না মতি , আমি বদের ধাড়ি
স্কুলবেঞ্চে তাই আমার পিছনের সারি ।
সবাই যখন রাতদিন পড়ে পড়ে হয়রান
উত্তরা ফাল্গুনী দেয় আমায় জোর টান ।
লেখাপড়া শেষে বন্ধুরা চাকরি ও বিয়ে
আমি তখন চালিয়ে যাই তার সাথে ইয়ে ।
একদিন সেই প্রেমিকা গেল চলে পরঘরে
শেষমেষ চাকরি পাই বটে একেওকে ধরে ।
আইবুড়ো থেকে যাব ধনুক ভাঙ্গা প্রতিজ্ঞা
মায়ের কান্না দেখে মেনে নিই বাবার আজ্ঞা ।
একে বিয়ে দেরিতে সন্তান আরো পরে বেশ
বুড়ো বয়সে পালতে তাদের আমি একশেষ ।
ছেলেমেয়ে মায়ের কথা যদিও কিছু শোনে
আমার কথা তারা ভাবে মুক্ত ছড়াই উলুবনে ।
অবসর জীবনে বন্ধুদের সব নাতিপুতি ঘরে
আমার অবসরে ছেলে তখনো মার হাত ধরে ।
মাঝেমাঝে ভাবি বটে চলে যাই সংসার ছেড়ে
লক্ষ্মী বৌ যে পাসবই চেকবই সব নেয় কেড়ে ।