পদ্মপুকুর কানায় কানায়
হাসছে শতেক পদ্ম
তাদের হাসি মিলিয়ে গেছে
মনমরা সব অদ্য ।
এবার খরায় শুকিয়ে গেছে
পদ্ম দীঘির জল
অকাল নিদাঘ খর্ব করে
তাদের বুকের বল ।
গর্বভরা গর্ভে ছিল
ছোট বড় সর্প
বিষ হারিয়ে ফণা গোটায়
ভাঙলো তাদের দর্প ।