চৈত্রের খাঁ খাঁ রোদ্দুর , মাথার চাঁদি ফেটে যায়
ছেলেটা সেই সকাল থেকে টালির চালের বাঁশের বাতা ঠিক করছে ! কতবার ডেকে ডেকেও নামে না
যখনই বলি তখনই বলে , এই যাই এই যাই ।
ওর মা খোকা নেমে আয় বাপ নেমে আয় বাপ
কিছুতেই কিছু হচ্ছে না এর একটা বিহিত দরকার
ঘর থেকে দু'বছরের নাতিটাকে নিয়ে উঠোনে দাঁড়ালাম । চোখ পড়তেই ছেলে চীৎকার করে বলে
আব্বা আমার কচি ছেলেটাকে রোদ্দুরে আনলে কেন ! বুঝে দ্যাখ এবার জ্বলে কেমন -- জবাব পেল ।