কোণঠাসা হয়েছি আগেই
এখন দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে
পিছু হটার আর জায়গা নেই
যা হওয়ার তাই হবে , ছাড়ছি না জায়গা
তবে আনিঃশ্বাস চালাবো লড়াই
বাঁচতে গেলে লড়তে হয় জানি
জন্মটাই তো দুজনের লড়াইয়ে
তাই আর পাইনে ভয় ,
করেছি ভয়কে জয় ।
ছত্রপতি শিবাজী যেমন
আফজল খানের হাত থেকে
আত্মরক্ষার জন্য করেছিলেন বাঘনখের ব্যবহার
আমার তেমন কিছু না থাকলেও
আছে দুপাটি শাণিত দাঁত
দাঁতের কিন্তু বিষ থাকে ।