যাঁর হাতে তোমার কাটা-ছেঁড়া হওয়ার কথা
তাঁকেই করলে খতম ! অত রাতে
তুমি ওখানে ঢুকলেই বা কী করে !
একটা প্রস্ফুটিয়মান গোলাপকে দুমড়েমুচড়ে
শেষ করে দিলে ; লক্ষ লোকের সুযোগ নষ্ট করে।
যাঁর হাতে তোমার জীবন ফিরে পাওয়ার কথা
তাঁকেই তুমি করলে শেষ ।
তোমার পরিচয় তুমি একজন সিভিক পুলিশ
তোমার পরনে তো কোন ইউনিফর্ম ছিল না
আর থাকলেও বা ! কোন্ দেশ উদ্ধার করতে
গেলে সেখানে ? নারীর মধ্য প্রদেশ ?
সিভিকের চাকরি তোমার নাকি দাদার জোরে
তুমি তো সিভিল নাগরিক হতে পার নি
সিভিক পুলিশ করে কী করে !
এখনো নির্লজ্জের মতো মাথা উঁচু করে কথা বল
তোমার দাদা নামে ব্যক্তির পাশবিক ক্ষমতায় !
দ্যাখো আইন কিন্তু দাদাদের অনেক উর্ধ্বে
পাপ বাপকেও ছাড়ে না
আর তুমি তো কোন্ চুনোপুঁটি !
দেশে যদি বিচার পদ্ধতি ত্বরান্বিত হতো
তবে তোমার ফাঁসিকাষ্ঠে ঝুলতে সময় লাগতো না ।
দেখা যাক তোমার দাদার হাত বড়
না দেশের আইনের হাত বড় ।