সামনের দিকে চলতে হলে
পিছনের যে রাস্তা পেরিয়ে এসেছি
সেই রাস্তার কথা মনে করা উচিত
আমাদের দৃষ্টিশক্তির সীমা আছে
বেশিদূর দেখা যায় না
কিন্তু পিছনের যে রাস্তা পেরিয়ে এসেছি
তার নাড়িনক্ষত্র জানি
কোথায় বিপদ এসেছিল
কে সাহায্যে এগিয়ে এসেছিল
তাদের কথা ভুললে চলবে না
তাদের সাহায্য মাথায় রেখে
সন্তর্পনে সামনের দিকে এগোতে হবে
বিপদ আবার যে আসবে না তা নয়
অচেনা অজানা পথ বিপদসংকুল ধরে নিয়ে
এগিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ ।
চোরাবালি থাকতে পারে
কণ্টকাকীর্ণ হতে পারে
রাহাজানের ভয় তো আছেই
ঠগ চোরাশিকারী কত রকম আশঙ্কা
তোমাকে তার বাধা মনে করলেই তোমার বিপদ
তাই সাবধানে থাকতে হবে ।