যে চোখ কথা বলে
সে মুখে কিছু না বললেও
নীল আকাশে বহু দূরের স্বচ্ছতায়
তার মনের সব দেখা যায়
না-বলা কথা দুই নয়নে বীণার অস্ফুট ঝংকার
তার মুখের আয়নায় সব প্রতিভাত
মন-মুকুরে ভাসমান শাপলা ;
যে-চোখের ভাষা আমার আরামকেদারায় বসার
অলস সময়েও স্মৃতি রোমন্থন করি ।