কিছু লোক সব সমাজে
চোখ থাকতেও কানা
কুসংস্কারে অগাধ বিশ্বাস
করতে আছে মানা ।
চুলকালে ডান হাতখানি
আসছে অনেক টাকা
সারাজীবন রয়েই গেল
পকেট খানি ফাঁকা ।
যাত্রাকালে মাথায় ঠোকর
যাত্রা নাস্তি নাকি
কলিকালে অনেক কিছু
দেখার এখন বাকি ।
শকুন কান্না শুনলে হবে
মৃত্যু আপনজনের
টিকটিকির ডাকে ভাবে
ঠিক -- ভুল মনের !
নাকের ডগা ঘামলে শুধু
বৌ যে আগে মরে
ফাঁকা দাঁতের চিরুনদাঁতি
কেবল ঝগড়া করে ।
বিড়াল যদি রাস্তা পেরোয়
চালক গাড়ি থামায়
আজেবাজে হাজার কথায়
লোকে মাথা ঘামায় ।
(২৮শে মে ২০২৪ , আলমাটি, কাজাখস্তান)