কোথায় যে বটগাছের মূল কাণ্ড ছিল
তার আর চিহ্ন পর্যন্ত নেই
আছে তার অসংখ্য ঝুরি
যেগুলো আজ মোটা মোটা কাণ্ড
পুরো মাঠ জুড়ে তার ব্যাপৃতি
অসংখ্য ডালপালায় হরেক পাখির নীড়
তাদের কলকাকলিতে চারিপাশ মুখরিত ;
রাখাল বালক তার নীচু একটা ডালে বসে
বাঁশি বাজায় , তার বাঁশির সুর বহুদূর ভেসে যায়,
অদূরে চারণভূমিতে চরে গরু
কয়েকটা গরুর পিঠে ফিঙেপাখি ;
মাঠের আলে একটা তাল গাছের মাথায়
একটা শঙ্খচিল বসে চারিদিকে মাথা ঘোরাচ্ছে
সদ্য কেটে নেওয়া শস্যের ক্ষেতে কয়েকটা
গাংশালিক পোকার সন্ধানে ;
মাঠের চারপাশের গ্রামগুলি এখন ঝিমোয় ;
এভাবেই বল্লাল সেনের আমল থেকে
এখনো আমাদের এই বাংলা
একই ছবি বুকে নিয়ে জেগে আছে ।