আমার দেহের এই সরু অংশ
গলা সবচেয়ে বিপজ্জনক , একটু পাকড়াও করলেই
বিচ্ছিন্ন হয়ে যাব ; মূল দেহ একদিকে ,
অন্যদিকে ছোট ছোট কয়েকটি ।
যেদিন থেকে চীন ভুটানের ডোকলান এলাকায়
দিয়েছে নজর , উন্নয়নের বন্যায় ভাসিয়ে দেয়
চিন্তা বাড়ে তখন থেকেই আমার সমস্ত শক্তি
এনেছি এই গলায় ; তারস্বরে করেছি চীৎকার।
ভুলে গেছি অরুণাচলের বিস্তীর্ণ জমি চীনের দখলে
নেপালের সাথে যতই করুক মিত্রতা করে
কোণঠাসা করার চেষ্টা করুক
প্রাণ থাকতে আমি গলা হারাবো না ।