যদি আবার পেতাম ফিরে
আমার ছোটবেলা
সকাল সাঁঝে পড়তে বসি
বিকেলবেলা খেলা ।
ছুটির দিনে সুযোগ পেলে
ঘুড়ি ওড়াই মাঠে
দুপুরবেলা সাঁতার কাটি
নেমে পুকুর ঘাটে  ‌।
ধুলো কাদা রাস্তা দিয়ে
পাঠশালাতে যাই
দুষ্টুমিতে আবার আমি
বকুনিটাও খাই  ।
শীতের দিনে সকালবেলা
খেজুর রসের স্বাদ
মায়ের হাতের তৈরি পিঠা
যায় না কিছু বাদ ।
পড়া ছাড়া আমার কাঁধে
নেই যে কোন বোঝা
জীবন ছিল সহজ সরল
চলার পথটা সোজা ।