একটা একটা করে বেরয় ধানের শীষ
চাষীর মনে হাজার তারার স্বপ্ন
গতরে খেটে পালনে ঝেড়ে
ভরে যাবে উঠোন , গোঁফের কোণে হাসির ঝিলিক।
পোয়াতি বউয়ের মতো তাকেও খেতে দেয় ডোবার শেষ জলটুকু ডোঙ্গায় সেচে ভরিয়ে ; বাড়ন্ত বুকের মতো ফুলে ওঠে ধান, সোনায় ভরে যাবে ঘর ।
তারপর এসে ওকাল নিদাঘ , খানা খন্দে ডোবায় গেছে শুকিয়ে , হাহাকার জলের , চাষীর চোখের কোণ জমে ওঠে জল । কে জানতো তার
পাঁচ বিঘা জমির ধান পরিণত হবে চিটায়
ব্যথা যার বাতের মতো পায়না সে পরিত্রাণ ।