মুদিখানার মালিক ছিল
অনেক বেশি চতুর
পোষা গাধা নিয়ে তিনি
যেতেন বহুদূর ।
গাধার পিঠে সওয়ার হয়ে
যেতেন তিনি শহরে
ফেরার সময় বোঝাই দিত
নানান মালের বহরে ।
যাওয়া আসার পথে ছিল
পলকা কাঠের সাঁকো
মাঝেমধ্যে সেতুর উপর
ছিল কিছু ফাঁকও ।
নুনের বোঝা বস্তা বস্তা
কুঁজো হয়ে চলে
ইচ্ছে করেই বস্তা সমেত
পড়লো নদীর জলে ।
নুনের বস্তা গলে গিয়ে
হাল্কা ভারী হলে
নদী থেকে উঠে গাধা
হনহনিয়ে চলে ।
পরের বারে মুদির মালিক
তুলোর বস্তা চাপায়
জোর গতিতে বোঝা নিয়ে
আনন্দেতে লাফায় ।
সাঁকোর উপর এসে গাধা
হলো বেসামাল
আনন্দে সে আত্মহারা
পড়লো গাধা বমাল ।
অনেক কষ্টে উঠলো গাধা
ওজন ভীষণ ভারী
চালাক হতে বোকা বনে
দুঃখ বাড়ে তারই ।