তোমাকে ধরবো বলে আমি বাইপাস ধরেছি
শহরের রাস্তা শর্টকাট হলেও ভিড়ভাট্টা
ট্র্যাফিক জ্যামের জন্য কোনমতেই ধরতে পেতাম না ;
আমি জানি তোমার চারপাশে খুব ভিড়
সেই ভিড়ের মধ্যে তোমার নাগাল পেতাম না বলেই
অতি দ্রুততায় বাইপাস ধরে তোমার দেখা পেলাম।
তোমার হৃদয় কেন্দ্রিক সব শিরা উপশিরায় বড়ই জ্যাম
তাই এই বাইপাসের পথ বেছে নিয়েছি ;
এখন আমার সঙ্গে এক নিরিবিলি ধাবায় বসতে
তোমার নিশ্চিত কোন আপত্তি নেই ;
মুখোমুখি বসে না হয় কিছুক্ষণ সময় দিলে
ধাবার পিছনে ওই গাছ থেকে কোকিলের ডাক
শুনতে পাচ্ছি ; দুটি শালিক কেমন পাশাপাশি
গল্প করছে ; একটা ঘেউ ঘেউ করে সারমেয়
দূরে ডাকছে , বাসের হর্নের তীব্র আওয়াজ
এসব এড়িয়েও আমরা কিছুক্ষণ এভাবেই
কাটাতে পারি , আকাশের রঙটা কেমন আসমানি
তারই নিচ দিয়ে দুটি বক উড়ে যাচ্ছে
আর তুমি আমি মুখোমুখি ; এ এক স্বর্গীয় অনুভুতি।