লোকে তোমায় বলে ডাকে বুলডোজার
গুঁড়িয়ে দিলে থাকার বাড়ি মাথাগোঁজার
করে যদি তোমার নামে একটা নালিশ
বুলডোজারে গুঁড়িয়ে দিয়ে করো সালিশ
ওরা নাচার খাচ্ছে আছাড় শূন্য মাঠে
ওজন তোমার বাড়ছে তত তোমার ঠাটে
অবলা আর উপেন যেন তোমার দেশে
বুলডোজারে এগিয়ে চলো সাধুর বেশে
তোপধ্বনি জয়ধ্বনি দিচ্ছে তোমার নামে
পথে পথে ঘুরছে , তাদের শরীর ঘামে
রামের দেশে রামরাজত্বে থাকবে বলে
পথে পথে কেঁদে কেঁদে বছর চলে ।