বৃক্ষরোপণ
জামাল ভড়
যখন হাতে সময় আমি পাই
বৃক্ষের চারা লাগাই
তার চারিদিকে ঘিরি বাঁশের বেড়া
অভেদ্য যাতে কিছুতেই না করে পাতা নেড়া
নিয়মিত দিই জল যাতে দ্রুত বাড়ে
পক্ষীশাবকের অচিরেই দৃষ্টি কাড়ে
কলকাকলিতে মুখর পরিবেশে
আমার কর্ণকুহরে পশে ।
বয়সে আমি দাঁড়িয়েছি দশ সবে
গাছ লাগিয়েছি শত চল্লিশ হবে
দ্রুত বেড়ে ওঠা কিছু গাছ বড় আদরে মাখা
আমাকে দেখে দোলা দেয় তাদের শাখা
মাটির গভীরে গেঁথে গেছে শিকড়
বৃক্ষ রোপনের সিদ্ধান্ত আমার অনড় ।
( কবিতাটি প্রথমে ইংরাজিতে লিখে পরে অনুবাদ )
Planting of saplings
Jamal Bhar
When I am totally free
Like to plant saplings of tree
Then around them I fence
To make barriers from the kids' lens
I water them to thrive and flourish
Someday nestlings come to kiss
Gladly they begin to chirp
And pierce my ears sharp.
I am only a kid of eleven
But have planted twenty times seven
Some of those are grown up now
They sway and bend down bough
Deeply go their roots under the soil
When I understand failure is not my toil.