দেশের প্রধান
বাদশা খান
নানান দেশে
ঘুরতে যান ।
নবাব হুজুর
আরেক উজির
সব কথাতেই
'আজ্ঞে' হাজির ।
জনাব সাহেব
শ্মশ্রূধারী
নবাব সাহেব
মোটা ভারী ।
তাঁদের শাসন
প্রজা খুশি
খাচ্ছে খাবে
খইল ভুষি ।
দেশটা এখন
তাঁদের বাগে
তরতরিয়ে
চলছে আগে ।
রক্তে রাঙা
মাটির 'পরে
নতুন নতুন
মন্দির গড়ে ।
গ্যাস জ্বালানি
উর্দ্ধমুখী
তবুও প্রজা
এখন সুখী ।
নতুন জবান
নতুন বুলি
আকাশ কাঁপায়
ধ্বজা তুলি' ।