বছর যায় , বছর আসে
এ আর এমন নতুন কী !
আনন্দ বড় জোর একদিন
কোন বছর তো টেঁকে না একবছরের বেশি
করি নবীনবরণ
যে গেছে সে তো আর ফিরে আসেনা
আমরা আমাদের যেসব প্রিয়জনকে ,
আত্মীয় , পরিচিত , বন্ধুবান্ধবকে হারিয়েছি
তাদের তো ফিরে পাবো না !
আমরা পুরাতনকে বিদায় দিতে জানি
কিন্তু নবাগতদের কদর করিনা ;
তাদের স্বাগত জানাই উলুধ্বনি দিয়ে
অথচ ওই প্রথমদিনেই
পরে আর গ্রাহ্য করিনা ।
গতবছর যে শুভেচ্ছা জানিয়েছিল
সে আজ আর নেই , কোথায় গেছে হারিয়ে ;
কত নদীর অপমৃত্যু হয়
কোথায় হারিয়ে যায় কেউ মনে রাখে না
একসময় আরল সাগর কত বড় ছিল
ভরাট হতে হতে এখন তা একটা ছোট্ট লেক
জাহাজের কাঠামো শুকনো ডাঙায় পড়ে আছে
কঙ্কালের মতো ; ভাগীরথী আর
আগের জায়গায় নেই , সরে গেছে অনেক দূরে
কোন আপনজন যেন বহুদূর বিদেশে ।