পাশের বাড়ির দিদির মুখে
শুনেছিলাম আমি
ঠাকুরমায়ের মুখটি হলো
হুতুমপেঁচার মতো ।
মায়ের মনটি ভীষণ খারাপ
বলবে অনামুখী ।
বাবা আমার অন্য রকম
ভিতর ভিতর খুশি ।
বছর আটেক পরে হলো
আমার ছোট ভাই ।
শঙ্খ ঘণ্টা উলুধ্বনি
এলো খুশির জোয়ার ।
এই সমাজে মেয়ের জন্মে
কে বা হবে খুশি
নারীর পেটে জন্ম নারীর
কেন ওঠে কেঁদে ।
পণ করেছি যেদিন শুনি
এমন অবাক কথা
লেখাপড়ায় মনোযোগী
হলাম আমি বড় ।
ভাইটি আমার বাউন্ডুলে
মস্ত বড় গাধা
আমি কিন্তু সফল নারী
হলাম বিডিও ।
এখন সবাই গর্ব করে
বংশের গরিমা ।