এমন কেন কুৎসিত মন
ছেটাও তুমি নিষ্ঠীবন
ছোট বড় কারো কথায়
অন্তর তার ভরে ব্যথায় ।
কী যে তুমি ভাবো তাদের
সদাই থাকো সঙ্গে যাদের
আঘাত করলে পাল্টে আসে
তারা তখন মুচকি হাসে ।
বন্ধু ভালো শত্রুও ভালো
বাড়ে তোমার মনের আলো
বন্ধু বেশে শত্রু সেজে
চেনে সবাই এমন কে যে ।