আমি এখন পৌঁছে গেছি ভেদিয়ায়
তুমি এখন আমি জানি বিশ্বভারতীর দ্বারে
একটু না হয় অপেক্ষা করো , যাচ্ছি আমি ত্বরিত
তোমার মোবাইল বুঝি আছে সাইলেন্ট মোডে
বেজেই চলে , শোন নাকো কী যে আমার কপাল !
চিন্তার সুস্পষ্ট ছাপ তোমার চোখে মুখে
ভাবছো আমি ভুলেই গেছি ! তাই কী হতে পারে
এক ঠোঙা নয় কিনেই নিলে ভাজা চীনাবাদাম
দেখবে আমি এসেই গেছি তোমার সমীপে ।
বল্লভপুরের অরণ্যে গিয়ে হরিণের গতিবিধি
সোনাঝুরির হাটে মিশে যাবো সাঁওতালি নাচে
নাচবো তাদের সাথে না হয় কোমর দুলিয়ে
উঁকি দিয়ে দেখবে টিয়া বসে গাছের ডালে ।
সবুজবনে ঘুরবো যখন দুজনেতে পাশাপাশি
সেই অরণ্যে আমায় তুমি দেখতে না পেয়ে
পাগলপারা হয়ে তুমি খুঁজবে চারিদিকে
স্বপ্নদেখা দোষের কী বা জীবন স্বপ্নমাখা ।