(আল ইনশিরাহ সুরা অবলম্বনে)
( পবিত্র আল্লাহর নামে শুরু যিনি রহিম ও রহমান)
আমি কি তোমার বক্ষ করিনি প্রশস্ত
দিয়েছি নামিয়ে বোঝা যত ছিল তোমার
করছিল যা তোমাকে ছারখার
তোমার জিকর্ করেছি সমুন্নত ।
সুতরাং কষ্টের মাঝে আছে সুখ
নিশ্চিত জেনো কষ্টের মধ্যেই সুখ ;
অতএব যখনই পাবে অবসর
উপাসনায় রত হও কঠোর
এবং রবের প্রতি হও আকৃষ্ট ।
(প্রেক্ষাপট : পবিত্র কুরআনের ৯৪ তম সুরা আল ইনশিরাহ মক্কায় অবতীর্ণ । আল্লাহ পাক বোঝাতে চেয়েছেন জীবনে দুঃখ এবং কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করতে এবং এই ধৈর্যধারণের মধ্যে স্বস্তি আছে । জীবনে কষ্ট বা দুঃখ এলে আল্লাহর উপর ভরসা রেখে উপাসনায় আত্মনিয়োগ করতে হবে । নবি হওয়ার পূর্বেও মক্কাবাসীরা তাঁকে আল আমিন ( সত্যবাদী ) বলতো । এমনকি তাঁর কাছেই মূল্যবান জিনিস রক্ষিত রাখতো । অথচ যেইমাত্র তিনি ইসলামের দাওয়াত দিতে শুরু করেন অমনি তাঁর বিরোধিতা করে ঠাট্টা বিদ্রূপ ও উপহাস করতো । এমতাবস্থায় রসুলুল্লাহ হতাশ হয়ে পড়লে এই সুরার মাধ্যমে তাঁকে সান্ত্বনা প্রদান করে ।)