হঠাৎ আমি না এলে জানতামই না
তুমি বিয়াস নদীর পাড় ধরে একা একা ঘুরছো
তোমার মনে এতো যে ভ্রমণ তিয়াস
কোনদিন তো তুমি বলোনি ---
তুমি এক দৃষ্টিতে ম্যাগপাই পাখির দিকে তাকিয়ে
যখন তোমাকে ডাকলাম তুমি চমকে গেলে
ভাবলে এই পাহাড়ী বিভুঁইয়ে কে তোমার নাম ধরে ডাকে ;
হাওয়ায় তোমার অবাধ্য চুল
তোমার শীতল ঠোঁটে ছুঁয়ে যায়
কত আগের সেই মুছে যাওয়া স্মৃতি
আবার উস্কে দেয় আমার মনের এলোমেলো ভাবনা ;
হেমন্তের বেলা পড়ে যায়
কবিতার চরণ  , গানের সুর ভেসে ওঠে
অচেনা এই পরিবেশে আবার যদি
ওস্তাদ জাকিরের তবলার লহরী তোলে ---