চারিদিকে রক্ত ঝরে
মাথার উপর খাঁড়া
ঝুঁকি নিয়ে এগিয়ে গেলে
হবে জীবনহারা ‌।
বিপদ দেখে কে আর যাবে
ঘরের ভিতর বন্দি
ওদের মাথায় ঘুরছে দ্যাখো
হাজার রকম ফন্দি ।
বন্ধুরা সব মুখ লুকিয়ে
শত্রুদের শ্যেনদৃষ্টি
দেশের ভিতর ঘটছে এখন
শতেক অনাসৃষ্টি ।
মুখটি বুজে চুপটি করে
ঘরে থাকাই শ্রেয়
চারিদিকে শত্রু ঘোরে
বিপদ অনুধেয় ।