সুখ দুঃখ নিয়েই আমাদের এই জীবন
ভ্রমণে গেলেও ছাড়ে না কিছু বিপর্যয়
এ-বছরে যখন হারিয়ে ফেলি জ্ঞান হয়ে অজ্ঞান
গাড়ির দরজায় পিষ্ট আমার হাতের মধ্যমা
সদয় একজনের সহযোগিতায় তখন
চিরসাথী মম আমায় শায়িত করে ছায়ায়
যত কান্না তার উথলে ওঠে বুকে
থামে সে কান্না যখন ফেরে আমার চেতনা
মৃদু স্বরে বলি কথা তার সাথে ধীরে
এক সহৃদয় ব্যক্তি নিয়ে যায় হাসপাতালে
নরম মনের চিকিৎসক ভেবে আমায় বিদেশী
অতিথি কোন সুদূর দেশের
যত সেবা দ্রুত আরোগ্যের তরে  ।

( Joy and sorrow are woven in life
Even when I travel in foreign country
This year I lost my senses while
A cab door crashed my middle finger
With the help of a local guy
My spouse laid me in a shade
And sobbed and wept for a long time
Till I gained my sensations and talked.
A kind-hearted man took me to a hospital
A soft hearted physician considering me
Guest visitor from a far country
Took immediate action for my recovery.
( Andijan , Uzbekistan 12.6.24) )
( কবিতাটি আগে ইংরাজিতে লিখে পরে অনুবাদ )