মাঘের শীতে ব্যাঘ্র কাবু
গা ঢাকে না কম্বলে
কাঁচা মাংস খেয়েও তবু
ভোগে না সে অম্বলে ।

কাঠবিড়ালী গাছের ডালে
দিব্যি কেমন ছোটে
জিরাফ কাঁটায় খাদ্য খোঁজে
কাঁটা নাহি ফোটে ।

ঝোপে ঝাড়ে মানুষ গেলে
সাপের ভয়ে মরে
শিয়াল বেজি ঝোপেই থাকে
সাপকে ভয় না করে ।