মধুবনী : বাবা একটু বেরোব ?
বাবা : তাড়াতাড়ি ফিরিস কিন্তু ।
দীপঙ্কর : বোন রাতে বেরোস না ।
শুভময় : দীপঙ্কর এত দেরি কেন ?
সবাই তো এসে গেছে ।
বাবা : কোথায় যাবি রে খোকা ?
দীপঙ্কর : বন্ধুর কাছে ।
বাবা : তো বোনকে মানা করলি কেন ?
দীপঙ্কর : সে তো মেয়ে , নিরাপদ নয় ।
বাবা : বোন নিরাপদ নয় , তুই নিরাপদ !
দীপঙ্কর : বাবা আমি তো ছেলে , আমার ভয় কিসের ?
বাবা : তোর বোন কাদের জন্য নিরাপদ নয় ?
মেয়েদের জন্য না ছেলেদের কারণে ?
তোর মতো ছেলেদের কারণে মধুবনি
ঊর্মি , শর্মিলা , লাবনী , মৌবনি
রাতে বেরোতে পারে না ; তুই যেমন তোর
বোনকে যে চোখে দেখিস তেমন যদি
ভাবতিস ওরাও কারো না কারো বোন
তবে ওরাও তোদের মতো থাকতো
নিরাপদে ; কিন্তু তোরা ---
বরং ছেলেরা যদি না সব মেয়েকে
মা বোনের মতো ভাবতো মেয়েদের
তবে কারো ঘুরে বেড়ানো বিঘ্নিত হতোনা ।