কাঠুরিয়া বনে গিয়ে কাটবে বলে কাঠ
বনের আগে একটা নদীর ছিল ছোট ঘাট
ঘাটে বাঁধা ছিল একটা ছোট্ট একটা নাও
নাওয়ে চড়ে ইচ্ছে হলে বনের ভিতর যাও ।
উঠলো তাতে কুড়ুল সাথে নিয়া কাঠুরিয়া
দড়ি ধরে বড় বোয়াল টানে নৌকা নিয়া
নৌকা চলে ভাঁটির দিকে কাঠুরিয়ার ভয়
কী করে সে পায় না ভেবে কী জানি কী হয়
বোয়াল মাছ না যক্ষী বুড়ির কাণ্ড ছিল সেটা
কাঠুরিয়ার অন্তর কাঁপে ভূতুড়ে কাণ্ড যেটা ।
সাতসকালে নদীর ধারে ছিল না কেউ কাছে
নৌকা উল্টে ডুবায় তাকে পাতাল টানে পাছে ।
গলার জোরে ভীষণ জোরে তখন করে চিৎকার
গাঁয়ের মানুষ  শুনতে পেয়ে বিপদ বুঝি কার
এমন কাণ্ড মাঝেমাঝে ঘটত নদীর বুকে
আশেপাশের গাঁয়ের লোকে ছিল বড় দুখে
আসলে কী নদীর মাঝে শুশুক ছিল ভরা
এমন কাণ্ড মাঝেমাঝে খেলা করে ওরা ।