একটা ভুল ভাষার প্রয়োগে
অপমৃত্যু হয় অন্য শব্দের
সরালার্থ না করে বাচ্যার্থ জানায়
কোন রাজা এক রাতে স্বপ্ন দেখেন
তাঁর সব কটি দাঁত একে একে গেছে পড়ে ।
পরদিন প্রাতে রাজা ডাকেন এক স্বপ্নবিশারদ
সব শুনে তিনি বলেন :
আপনার সব সন্তানের একে একে অকালমৃত্যু
রাজা ক্রুদ্ধ হয়ে তাঁকে পাঠান কারাগারে ।
পরের দিন রাজা তলব করেন আরেক বিশারদে
একই কথা বলেন দ্বিতীয় স্বপ্ন বিশারদে
চতুর বিশারদ জানান :
আপনার বংশে আপনিই হবেন দীর্ঘজীবী ;
সন্তুষ্ট রাজা তাঁকে দিলেন স্বর্ণমুদ্রা বখশিস ।