সপ্তর্ষির এক মহান ঋষি
ভৃগু ছিলেন ব্রহ্মার সৃষ্টি
ব্রহ্মার মানসপুত্র যিনি
সংহিতার এক লেখক তিনি
ভৃগুর শাপে বিষ্ণু দশাবতার
বরাহ রূপ ছিল এক রূপ তার।
ভৃগু ছিলেন মনুর সময়ের
ভৃগু মনুর বংশ দুই পুরুষের
ভৃগুর সন্তান যেমন ভার্গব
মনুর পুত্র তেমনই মানব ।