জাতপাত আর ধর্ম নিয়ে তোমার বড় বাড়াবাড়ি
পোশাক দেখে মানুষ চিনে কেন এত আড়াআড়ি।
হাসপাতালে বেডে শুয়ে যদি লাগে রক্ত তোমার
তখন কী আর করবে বিচার এসব রক্ত কার ?
ছেলেখেলা কর কেন সুড়সুড়ি দাও মনের কোণে
ঘৃতাহুতি দিয়ে কেন বিরোধ বাধাও লোকের মনে ।
মানবজাতি শ্রেষ্ঠ জাতি মানবতাই বেঁচে থাকুক
সবার মধ্যে ভ্রাতৃপ্রেমের অগ্নিশিখা জ্বলে উঠুক ।