প্রতি দিন প্রতি মাসে যে কত পোশাক লাগে
একবারের ক্ষমতায়
আবার যখন পাঁচ বছর তখন না জানি
কত সাজে দেখবো তোমায়
ভুখা মরে জনতা; প্রতিশ্রুতির বন্যায়
লোকে ভোলে না আর
আশঙ্কায় কাঁপে কেহ , জ্বলে আগুন
চারিদিকে, নাহি নিস্তার ।
তবুও কিঞ্চিত ভয় , মেলেনি নিরঙ্কুশ আসন
তোষামোদ কেটে যাবে দিন
চাণক্য নীতি আছে অবশ্য হাতিয়ার তোমার
প্রলোভনে তারা হবে বিলীন ।
(১২-৬-২৪ ; আন্দিজান, উজবেকিস্তান)