রাত দুপুরে তোমার ঘরে
কেউ যদি দেয় টোকা
চটজলদি দরজা খুলে
হয়োনা তুমি বোকা ।
নামটি ধরে ডাকেও যদি
গলার স্বরটা কেমন
খোনা গলায় ডাকছে না তো
ভূতের গলা যেমন ।
তারপরেতে দরজা খুলে
দেখবে পায়ের পাতা
নর বেশে এসেছে সে
খেতে তোমার মাথা ।
গভীর রাতে কারো ডাকে
দিও না যে সাড়া
চেনা গলায় পেত্নী ডাকে
চিল্লে মাতাও পাড়া ।