কালীপূজার দ্বিতীয় দিনে
ভূত চতুর্দশী
কার্তিক মাসের কৃষ্ণপক্ষে
এমন হিসাব কষি ।
চৌদ্দ রকম শাকের জোগাড়
চৌদ্দ প্রদীপ লাগে
গৃহকোণে অঙ্কিত হয়
আলিপনা আগে ।
দৈত্য রাজা বলী করে
দখল ত্রিভুবন
অত্যাচারে বলী রাজার
কাহিল জনগণ ।
বিষ্ণু তখন বামন রূপে
নিবেদনে বলী ,
অনুগ্রহে আজ্ঞা করি
তিনটি চরণ দখলি ।
অনুকম্পায় বলী রাজা
দিলেন অনুমতি  ;
একটি চরণ স্বর্গে দিলেন
একটি চরণ মর্তে  
নাভি হতে তৃতীয় পা
বলীকে দেন গর্তে ।
ভূত পেত্নী দৈত্য দানব
এই দুনিয়ায় ভরপুর
তাদের থেকে বাঁচতে সবাই
পূজায় করে দূর ।
সেই হতে ভূত চতুর্দশী
পালন করে হিন্দু
আপামর হিন্দু লোকে
ভারত থেকে সিন্ধু ।