আজকে হলো রোজা শুরু
চলবে মাসব্যাপী
নারী পুরুষ সবাই করে
এমনকি সব পাপী ।
অল্প কিছু ভণ্ড লোকে
করে রোজার ভান
লোকচক্ষুর অন্তরালে
পেটটি ভরে খান ।
হাতে তাদের তসবিহ থাকে
বাজার হাটে ভিড়ে
লোকে যাতে সংশয়হীন হয়
এমন লোককে ঘিরে ।
রোযাদারের সাথে তারা
ইফতার আসর মাঝে
অনায়াসে এমন কর্ম
অন্তরে না বাজে ।